‘মিন্টা ও হামজা দু'ভাই এদিন সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়।এসময় ৮-১০ জন ব্যক্তি লাঠি ও দেশী অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে চলে যায়।’ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আপন দু'ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উথলী ব্রীজ মাঠে। নিহত দু'ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মরহুম ক্ষুদে মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন বিশ্বাস প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিন্টা ও হামজা দু'ভাই এদিন সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়।এসময় ৮-১০ জন ব্যক্তি লাঠি ও দেশী অস্ত্র...