রাজনীতিতে নতুন বিপদের আলামত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘বাংলাদেশের আলোচিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার রাজনীতির ফিলোসফার বা রাজনীতির দার্শনিক রূপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন। এই ভদ্রলোকটি অনেক সময় যে কথাবার্তাগুলো বলেন প্রায় সব কথাই প্রথাবিরুদ্ধ। আমি বা আপনি তার অনেক কথার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু তার সততা নিয়ে, তার জ্ঞান নিয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস অন্তত আমার নেই। তিনি বিভিন্ন সময় তার মতাদর্শ পরিবর্তন করেছেন। কখনো কখনো তিনি তার সঙ্গী সাথীদের পরিবর্তন করেছেন। রাজনীতি মূলত তার পেশা নয়। রাজনীতিকে তিনি দর্শন হিসেবে দেখেন।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় রনি বলেন, ‘বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। তারা কোনো অবস্থাতেই এনসিপির যে আধিপত্য এবং তাদের যে...