বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। তারেক রহমান শিগগরিই দেশে ফিরবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে ফিরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। গত ১৫ বছরে বিএনপির ওপর অনেক দমন-পীড়ন হয়েছে, এরপরও দলের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যায়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই এখন দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে।’ সম্মেলন উপলক্ষে জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১ ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলরসহ নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। শহরের বিভিন্ন সড়কে কেন্দ্রীয়...