২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম চীনকে ঠেকাতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বলে জানিয়েছে চীন। ২০২১ সালের তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এসময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। সবশেষ ওই বছর ৩০ আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও, আফগানদের চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে...