২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য জনপ্রিয় ভিসা কর্মসূচি এইচ-ওয়ান বি নিয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভিসার ফি ব্যাপক হারে বাড়ানো হয়েছে, যা বিশেষ করে ভারতীয় কর্মীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। এইচ-ওয়ান বি ভিসা হলো একটি বিশেষ কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পান। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশিদের নিয়োগ দেওয়া হয় এই ভিসায়। কিন্তু এতদিন যেখানে প্রতি বছর ১ হাজার ৫০০ ডলার...