বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ নেবে। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদের ভোটে জিতে এসে তা কার্যকর করার আহ্বান জানান তিনি। আজ শনিবার সকালে রাজধানীর আইইডিবি ভবনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আলোচনার টেবিলে জুলাই সনদের আইনিভিত্তি নিষ্পত্তি হবে। পিআর নিয়ে আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, ‘ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর পদ্ধতির বাস্তবায়ন করুন।’ তিনি বলেন, ‘নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হলে লাভবান হবে অসাংবিধানিক শক্তি।’ ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন বেশি ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের (ছাত্র...