মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে ‘গোল্ড কার্ড’ ভিসা প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় আর্থিকভাবে সমৃদ্ধ বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই ভিসা মূলত এমন ‘অসাধারণ’ ও ‘শীর্ষ স্তরের’ মানুষদের আকৃষ্ট করবে, যারা যুক্তরাষ্ট্রে এসে ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করতে পারবেন। শর্ত ও ফি: ব্যক্তিগতভাবে আবেদন করতে হলে মার্কিন ট্রেজারিতে ১০ লাখ ডলার জমা দিতে হবে।কোনো মার্কিন করপোরেশন কর্মী স্পনসর করলে তারও খরচ হবে ১০ লাখ ডলার।ভিসার জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার অতিরিক্ত ১৫ হাজার ডলার ফি দিতে হবে।আবেদনকারী যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করলে বিশ্বব্যাপী তার আয়ের ওপর মার্কিন কর প্রযোজ্য হবে। কোনো মার্কিন করপোরেশন কর্মী স্পনসর করলে তারও খরচ হবে ১০ লাখ ডলার। ভিসার জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার অতিরিক্ত ১৫ হাজার ডলার ফি...