বান্দরবানের রুমা ও থানচিতে দুই ব্যাংকে কেএনএফ’র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২২ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও বান্দরবান কারাগার থেকে এই ২২ জন জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ব্যাংক দুটিতে হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১৯৯ জনের মধ্যে ৯৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, হাইকোর্ট ও বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জানা যায়, ২০২৪ সালের ৩ ও ৪ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা ও পুলিশ-আনসার বাহিনীর অস্ত্র লুট করে নিয়ে যায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ ঘটনায় রুমা ও থানচি থানায় পৃথক ছয়টি মামলা করে পুলিশ। এসব মামলায় বিভিন্ন সময়ে...