‘অসত্য বক্তব্য’র জন্য আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দাবি জানান তারা।তারা বলেন, আমির হামজা এক বক্তব্যে দাবি করেছেন—‘গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আজান দিতে দেওয়া হয়নি। ’ তার এ বক্তব্য অসত্য। তিনি এ বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করেছেন। তাকে এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা আরও বলেন, আমির...