বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি' সিনেমায় নজরকাড়া পারফরম্যান্সের পরও অপেশাদারত্বের অভিযোগে তাকে সিক্যুয়েলে দেখা যাবে না। —এমন খবরে বলিপাড়া শোরগোল। নির্মাতাদের দাবি— দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে এ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। সেই চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে। যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে রাখা হয়েছে। এ খবর পেয়ে অভিনেত্রী এবং তার টিম সিক্যুয়েল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজে থেকেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দীপিকা। বলিপাড়ায় এমন গুঞ্জনের মাঝেই শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ঘোষণা করলেন তাকে দেখা যাবে শাহরুখ খানের পরবর্তী...