ন্যাটো সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে রাশিয়া। এর আগে এস্তোনিয়ার সরকার দাবি করে, তিনটি রুশ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ১২ মিনিট ধরে অবস্থান করেছে। আল জাজিরা জানিয়েছে, আজ (২০ সেপ্টেম্বর) শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মিগ-৩১ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনে উড্ডয়ন করেছে এবং এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। তারা জানায়, যুদ্ধবিমানগুলো রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদ অভিমুখে যাচ্ছিল এবং আন্তর্জাতিক জলসীমার আকাশপথ অনুসরণ করেই তাদের উড্ডয়ন সম্পন্ন হয়েছে। একটি তদন্ত চালিয়ে নিশ্চিতও হওয়া...