বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবার প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫তে অংশ নিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। প্রদর্শনীতে বাংলাদেশে উৎপাদিত রিমার্কের পণ্য দেখে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মেলা প্রাঙ্গণে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধনকালে রিমার্কের পণ্যের মান ও প্যাকেজিং দেখে ভূয়সী প্রশংসা করেন তারা। দেশের প্রথম হালাল স্কিন কেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক হিসেবে রিমার্ক এই প্রদর্শনীর মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিতে অংশ নিয়েছে।রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ব্র্যান্ডগুলোর হালাল সার্টিফিকেশন পাওয়া উচ্চ মানসম্পন্ন দুই শতাধিক পণ্য এই পদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে।হালাল শোকেসে চতুর্থ বারের মতো বাংলাদেশ এবারও অংশগ্রহণ করেছে। গ্লোবাল কসমেটিকস ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের...