বিগত ১৫ বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছর লুটপাট করে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন।’ শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক বীমা লুটপাট বর্তমান সংকট এবং উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ...