ঢাকা: দীর্ঘদিনের জরিপে দেখা গেছে, জীবনধারণের খরচ বেড়ে যাওয়ায় জার্মানরা এখন সবচেয়ে বেশি বিপন্ন বোধ করছেন। যদিও ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের প্রভাবও রয়ে গেছে— তবুও এসব বিষয় নিয়ে জার্মানদের উদ্বেগ আগের তুলনায় অনেক কমেছে।অনেক বিশ্লেষক মনে করেন, জার্মানদের বর্তমান উদ্বেগ একধরনের দ্বিধা, হতাশা, সতর্কতা এবং নিজেদের সুরক্ষা নিয়ে গভীর দুশ্চিন্তার প্রকাশ।২০২৫ সালে জার্মানরা কী নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন— তা নিয়ে বিভিন্ন জরিপ চালানো হয়েছে। ১৯৯২ সাল থেকে এ ধরনের সমীক্ষা পরিচালনা করছে বিমা কোম্পানি "আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ"। তাদের সর্বশেষ জরিপ বলছে, বিশ্বজুড়ে নানা সংকট সত্ত্বেও জার্মানদের ভবিষ্যৎ নিয়ে ভয় কিছুটা কমেছে।মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইসাবেলা এই সমীক্ষার পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তিনি বলেছেন, এটা অত্যন্ত স্বস্তির বিষয়। মানুষ এখন ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত...