বহুল আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুযাল থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কয়েক দিনের মধ্যেই দীপিকা পাড়ুকোন যেন নিজের গল্পের রাশ নিজেই হাতে তুলে নিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ নিজের উপস্থিতি নিশ্চিত করে তিনি একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন, যা অনেকের মতে, ‘কল্কি’ বিতর্কে তার মার্জিত অথচ তীক্ষ্ণ জবাব। শাহরুখের হাত ধরে থাকা একটি ক্লোজ-আপ ছবি শেয়ার করে দীপিকা। সঙ্গে লিখেছেন, ‘প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওম ছবির শুটিংয়ের সময় তিনি আমাকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, তা হলো, একটি সিনেমা বানানোর অভিজ্ঞতা এবং যাদের সঙ্গে বানানো হয়, তারাই আসল, সফলতা নয়।’ এই পোস্টের টাইমিং এবং টোন Reddit ব্যবহারকারীদের নজর এড়ায়নি। অনেকেই মনে করছেন, এটি বৈজয়ন্তী মুভিজ-কে দীপিকার তীক্ষ্ণ জবাব, যারা সম্প্রতি দীপিকার সঙ্গে ‘বিচ্ছেদ’ ঘোষণা...