চীনকে মোকাবেলায় বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। কৌশলগত কারণে এই বিমান ঘাঁটির ওপর গুরুত্বারোপ করে একে ফিরে পেতে চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আফগানিস্তানে যেকোনো ধরনের মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছে চীন। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ওই বছরের ৩০ আগস্ট শেষ মার্কিন সেনারও আফগানিস্তান ত্যাগের মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। তখন কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিও ছাড়তে হয় ওয়াশিংটনকে। কিন্তু এখন, কয়েক বছর পর, আবারও সেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাস থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ...