মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন। “এটি ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের,” শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকেই বিমানঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। তার ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। ওয়াশিংটন যে ফের ঘাঁটিটি চাইছে বৃহস্পতিবারই প্রথম ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান। আফগান কর্মকর্তারা অবশ্য সেদিনই এ ধরনের যে কোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন। “আফগানিস্তানের কোনো অংশে কোনো ধরনের মার্কিন সামরিক উপস্থিতি...