স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কোনো কাজ করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) দরকার। কোভিড মহামারি শুরু হলে পাশের দেশ ভারত তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে মোকাবিলা করেছে। কিন্তু আমরা টাকা দিয়েও শুরুতে ভ্যাকসিন পাইনি। আমাদের গলদগুলো কোথায় তা বের করতে হবে। শতভাগ দুর্নীতি ও স্বচ্ছতা না থাকলে সফলতা পাওয়া কঠিন। আমাদের শস্যের মধ্যেই ভেজাল। আর স্বাস্থ্যে তো শুধু সমস্যা আর সমস্যা। ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যে নিয়ে যেকোনো গবেষণার আগে মানুষের জীবনে তার প্রভাব কতটা সেটি দেখতে হবে। গবেষণা কোন উদ্দেশ্যে হচ্ছে সেটি নির্দিষ্ট করতে...