ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানও খেলেন ফুটবল। তবে লুকা বাবার মতো মিডফিল্ডার নন, তিনি সামলান গোলবারের দায়িত্ব। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি বদলেছেন জিদানপুত্র। ফিফার অনুমোদনে এখন থেকে লুকা জিদান ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন। ২৭ বছর বয়সী এই গোলকিপারের জন্ম ফ্রান্সের মার্সেইয়ের উপকণ্ঠে। ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন। তবে বাবার শেকড়ের টানেই আলজেরিয়ার জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে আলজেরিয়া, এমনটি হলে বাবার মতো বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা এরই মধ্যে স্প্যানিশ ফুটবলে ক্যারিয়ার গড়েছেন। রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার পর...