রাত পেরোলেই ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যা বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল থেকে মানুষ এ দৃশ্য উপভোগ করতে পারবেন। চাঁদ যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে অল্প সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তখন পৃথিবীর কিছু অংশে সূর্য আংশিক বা পুরোটা ঢেকে যায়। এ ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় এ গ্রহণ দেখা দেয়। আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে একুশ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বাধিক গ্রহণ ঘটবে বাইশ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো ঘটনাটি চলবে প্রায় চার ঘণ্টা চব্বিশ মিনিট। তবে বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না। নিউজিল্যান্ড, পূর্ব...