এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই সুপার ফোর পর্ব শুরু করতে মরিয়া টাইগাররা।গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি প্রতিশোধ নেয়ার সুযোগও বলা চলে। আজকের ম্যাচটি আরেকটি কারণে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। এই ম্যাচে এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যেটি মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলে টাইগাররা। অন্তত, অতীতের পরিসংখ্যান তাই বলে।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচ। আর এশিয়া কাপে টাইগাররা জিতেছে কেবল ৩ ম্যাচে।এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে কেবল তিন জয় পেলেও সেটি বাংলাদেশকে ভালোভাবেই উজ্জীবিত করে তুলতে পারে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে...