চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পাশে ‘কলা ঝুপড়ি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত প্যানেল অনুযায়ী, ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে থাকছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মো. রোমান রহমান। প্যানেলে আরও রয়েছেন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: সিয়াম আল...