রূপকথার গল্পে শোনা যায় মাটির নিচে কলস ভর্তি গুপ্তধনের কথা। তবে এবারকল্পকাহিনি নয়, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কলসভর্তি ব্রিটিশ আমলের (ইস্ট ইন্ডিয়া কোম্পানির) ১ হাজার ৮শ ৭৬ টি রুপার মুদ্রা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এমন ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মুদ্রাগুলো জব্দ করেছে। জানা গেছে, দোকান ঘর নির্মাণের জন্য কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম শনিবার সকালে এস্কোভেটর দিয়ে মাটি খুঁড়ছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে মাটির হাঁড়ি জাতীয় কিছু উঠে আসে। হাঁড়িটি তুললে তার ভেতরে দেখা মেলে রুপার পয়সা। এতে করে অবাক হয়ে যান মাটিখোড়া শ্রমিকরা। পরে স্থানীয় স্বর্ণকার মুদ্রা গুলো পরীক্ষা-নিরীক্ষা করে জানান ওগুলো রুপার মূদ্রা। এ সময় ভিড় জমে যায় উৎসুক জনতার। মুদ্রা গুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯০৮ সালে তৈরি,...