বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের পর এরই মধ্যে ১৩ মাস পার হয়েছে। আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, দুর্ভাগ্যজনকভাবে গত এক বছরে বৈষম্য অনেকখানি বেড়েছে। তিনি বলেন, ৩৫ থেকে ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে লক্ষাধিক শ্রমিক এক বছরে চাকরি হারিয়েছেন, তাদের পেটে লাথি পড়েছে। রিকশা শ্রমিক, শ্রমজীবী সাধারণ মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছে, কর্মসংস্থানের দৃশ্যমান কোনো উত্তর (অগ্রগতি) নেই। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পদযাত্রা শুরুর আগে পথসভায় তিনি এসব কথা বলেন। দেশে বিনিয়োগের পরিস্থিতি খারাপ উল্লেখ করে সাইফুল হক বলেন, সবাই নির্বাচিত সরকারের জন্যই নাকি অপেক্ষা করছে। এরই মধ্যে বাজারে আগুন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। শ্রমজীবী,...