সাতক্ষীরার বিনেরপোতা পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রিডের ভেতরে ওভারহিট ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বগুড়ায়...