আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তিনি মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন ইবা। এসি থেকে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরে আগুন লেগে তারা চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন...