বলিউডের জনপ্রিয় কনেটেন্ট ক্রিয়েটর কুশা পিলা তার পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) নিয়ে নিজের যাত্রা সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন। বিশেষ করে কীভাবে এই রোগ তার শারীরিক চেহারায় প্রভাব ফেলেছে, তা জানিয়েছেন তিনি। সোহা আলি খানের পডকাস্ট অল অ্যাবাউট হার-এ এক সাম্প্রতিক আলোচনায় কুশা জানান, আমি প্রথম বুঝতে পারলাম যে কিছু সমস্যা আছে যখন কিশোর বয়সে অতিরিক্ত চুল গজানো শুরু হয়। তিনি আরও বলেন, আমি প্রায় ১৮–১৯ বছর বয়সে পিসিওডি-তে আক্রান্ত হয়েছিলাম। আমার ওজন কেন স্থিরভাবে বাড়ছিল, তা আমি কখনো বুঝতে পারিনি। ১০–১১ বছর বয়সে আমার প্রথম পিরিয়ড হয়েছিল এবং নবম শ্রেণিতে এসে এমন ওজন বেড়ে গিয়েছিল যা আর কমতে চাইছিল না। ডাক্তার বলেছিলেন, আমার পিসিওডি ওজনের সঙ্গে যুক্ত এবং ওজন কমানোর চাপ ছিল। কিন্তু আমি নিজেই নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম—এর সঙ্গে অনেক...