জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হবে। কয়েক দিন আগে যুক্তরাজ্য সফরে গিয়ে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে প্রতিবেশী স্পেন গত বছরের মে মাসে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে পর্তুগাল এ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিল এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছিল। ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত কয়েকটি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর বাইরে সুইডেন ও সাইপ্রাসও আগে এ স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক মর্যাদা থেকে উন্নীত করে "সদস্য নয় এমন রাষ্ট্র"...