ডিউটি ফেলে খেতে যাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এর আগে শুক্রবার দুপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে প্রত্যাহার করে ডিএমপি। এর মধ্যে মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং বাকি দুজনকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। শনিবার বাংলাদেশ পুলিশের সদরদপ্তরের সরকারি ফেসবুক পেজে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে প্রচলিত রীতি অনুযায়ী স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের দায়িত্ব বণ্টন ও বিশ্রাম সংক্রান্ত বিষয়গুলো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) দ্বারা নির্ধারিত হয়ে থাকে।’ পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘কর্তব্যরত সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়,...