‘এইচ-১বি’ ভিসা নিয়ে কর্মরত বিদেশি নাগরিকদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দিয়েছে মেটা, মাইক্রোসফ্ট, অ্যামাজন ও জেপি মর্গানের মতো বহুজাতিক প্রযুক্তি ও আর্থিক সংস্থা। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের রবিবারের মধ্যেই ফিরতে হবে। খবর রয়টার্সের। মাইক্রোসফ্ট কর্মীদের এক ই-মেলে জানায়, “যাঁদের কাছে ‘এইচ-১বি’ ও ‘এইচ-৪’ ভিসা রয়েছে, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকায় ফিরে আসতে হবে।” একইভাবে জেপি মর্গান জানায়, ভিসাধারী কর্মীদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ ধরনের নির্দেশনার কারণ পরিষ্কারভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত ঘোষণার প্রভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন, এ বার থেকে প্রতিটি ‘এইচ-১বি’ ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোকে বছরে এক লক্ষ ডলার করে দিতে হবে। যদিও...