২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয় বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার দুর্গাপূজার লম্বা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও ধর্মপ্রাণ মানুষের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পুজো স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। স্টেশন কর্মকর্তা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া বিশেষ ট্রেন বিরতিহীনভাবে চালানো হবে। প্রতিটি বিশেষ ট্রেনে বগি থাকবে ১৮টি। তার মধ্যে ৮৩৪ আসন নিয়ে দিনে এবং ৭৮৯ আসনে যাত্রী নিয়ে রাতে গন্তব্যের উদ্দ্যেশে ছুটে যাবে বিশেষ ট্রেন। জানা গেছে, সরকারি নির্বাহী আদেশে এবার দুর্গাপূজার ছুটি খাকছে আগামী ১ অক্টোবর বুধবার ও ২ অক্টোবর...