দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’। বিগত এক দশকে দেশজুড়ে পূজা ও অন্যান্য সময়ে পূজামণ্ডপে, শোভাযাত্রার পথে বা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে এই ‘ঝুঁকি মানচিত্র’ তৈরি করার কথা বলেছে তারা। এ মানচিত্রে ২৯টি ‘ঝুঁকিপ্রবণ’ জেলার মধ্যে পাঁচটি জেলা ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে বলেও মনে করছে সম্প্রীতি যাত্রা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজায় ঝুঁকিপ্রবণ জেলাগুলোর তালিকা তুলে ধরা হয়েছে। এদিন মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষার প্রয়াসে ‘সম্প্রীতি যাত্রা’ নামের প্ল্যাটফর্মটি একটি কর্মসূচি হিসেবেও করার কথা বলেছে। ‘মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সংবাদ...