গুগল ক্রোমে এআই চালিত অ্যাসিসট্যান্ট জেমিনাই এখন আর সাবস্ক্রিপশনধারীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের ইংরেজী ভাষাভাষী সব ডেস্কটপ ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করতে শুরু করেছে। এখন থেকে উইন্ডোজ কিংবা ম্যাক যে কোনো ডিভাইসে ক্রোম খুললেই ব্রাইজারের উপরের অংশে একটি নতুন আইকন দেখা যাবে। সেটি চাপলেই জেমিনাই চালু হয়ে যাবে আর ব্যবহারকারী সরাসরি ব্রাউজারের ভেতরেই নানা ধরনের অনুরোধ জানাতে পারবেন। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ডেস্কটপের পাশপাশি স্মার্টফোনেও এ সুবিধা যুক্ত হচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়ার বাটন ধরে রাখলেই চালু হবে জেমিনাই। আইওএস ব্যবহারকারীদের জন্য ক্রোম অ্যাপের ভেতরে ফিচারটি আনার কাজ চলছে। ক্রোমে জেমিনাই আনার ঘোষণা প্রথমবার করা হয় গুগল আই/ও ২০২৫ সম্মেলনে। তখন কেবল এআই প্রো বা এআই আল্ট্রা সাবস্ক্রিপশনধারীরাই এই ফিচার ব্যবহার করতে পারতেন। তবে নতুন আপডেটে জেমিনাই আরও শক্তিশালী...