এশিয়া কাপে সুপার ফোর পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মজার ব্যাপার হলো, শ্রীলঙ্কার সহায়তায়ই সুপার ফোরে উঠেছে লিটন দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা এখন পর্যন্ত গ্রুপের সব ম্যাচে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই দুবাইয়ে আজকের লড়াইয়ে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পারভেজ হোসেনকে সেদিন বসিয়ে রাখা হয়েছিল সাইফের খণ্ডকালীন স্পিন এবং বাঁহাতি-ডানহাতি সমন্বয়ের কারণে। ৪০ বলে এই জুটি তুলেছিল ৬৩ রান। সাইফ করেছিলেন ২৮ বলে ৩০ রান। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও এই ওপেনিং জুটি দেখা যেতে পারে। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস, চার নম্বরে তাওহিদ হৃদয় এবং পাঁচে শামীম হোসেন। হৃদয় ফর্মে না থাকলেও গত ম্যাচে করেছিলেন ২০ বলে ২৬ রান, তাই...