বগুড়া সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় মরিচ ও বিভিন্ন ধরনের সবজিসহ ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা। শনিবার (২০ সেপ্টেম্বর) যমুনার পানি বিপদসীমার মাত্র ৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। এ যাত্রায় পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড। সেইসাথে বাড়ছে বাঙালি নদীর পানিও। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার যমুনা নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে এ নদীর পানির উচ্চতা ছিল ১৫.৪৫ মিটার। এদিকে যমুনার সাথে এ উপজেলা বাঙালি নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। শনিবার বাঙালী নদীর পানির উচ্চতা ছিল ১৩.৩৬ মিটার। ২৪ ঘন্টায় এ...