নরসিংদীর মনোহরদীর ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া নামে মামলার আসামির মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিরদিয়া বাজারের পাশে শ্মশান ঘাট এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া (৪২) বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা চরপাড়া গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সকালে হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে সেখান থেকে মনোহরদী থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার পরে সুরতাল করে মনোহরদী থানায় নিয়ে আসে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাতাবুর রহমান বলেন, নিহতের শরীরে আমরা...