আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অভিযোগ এনে জাতীয় রাজনীতি থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাইরে রাখার ষড়যন্ত্র নতুন নয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো দিন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন নির্বাচন করবেন না, যেখানে আরেকটি ফ্যাসিবাদের উত্থান হয়। তিনি আরও বলেন, সংবিধান মানলে এখন পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব)...