অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের সার্বিক অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে একযোগে কাজ করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আদিলুর রহমান খান বলেন, “যখন সবাই মিলে কাজ করে, তখন জাতি শক্তিশালী হয়ে ওঠে। আমাদের তরুণ সমাজ ইতিমধ্যেই দেখিয়েছে, জনগণের ঐক্য কীভাবে অদম্য শক্তিতে রূপ নেয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই এই দায়িত্ব পালনের সময়।” ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে তৈরি পণ্যগুলোকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজন উৎপাদনমুখী শিল্পের প্রসার, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উদ্ভাবনের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ ধরনের মেলা শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে সহায়ক হবে।” শিল্প উপদেষ্টা আরও...