শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এঘটনা ঘটে। নিহত মিজবাহ উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থাকেন। তিনি গতকালই দেশে ফিরেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে সৌদি আরব হইতে নিজ বাড়িতে আসেন। পরে মধ্যরাতে মেজবাহ তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল যোগে তার শ্বশুর বাড়ি সন্যাসিরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী সন্তানের সাথে দেখা করার জন্য রওয়ানা হন। পথে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছাইলে মোটরসাইকেলটি নির্মানাধীন ব্রিজের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনীর নীচে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ব্রিজের নীচে গর্তে পানিতে পড়িয়া যায় এবং মোটরসাইকেল তার উপরে পড়ে। মোটরসাইকেলটি স্ট্রার্ট থাকায় তার ইন্ট্রিগেটর লাইটটি জ্বলতে থাকে। ওই রাস্তা...