পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য নয়, বরং একটি দেশের সভ্যতা, সংস্কৃতি ও শৃঙ্খলার প্রতিফলন। রাস্তাঘাটে ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে কেবল অস্বস্তি নয়, বরং রোগবালাই, পরিবেশদূষণ এবং সামাজিক অব্যবস্থার জন্ম দেওয়া। তাই বিশ্বের অনেক দেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। কোথাও আইন করে কঠোর জরিমানা বা শাস্তি দেওয়া হয়, আবার কোথাও নাগরিকদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সিঙ্গাপুরকে বলা হয় বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর একটি। এই খ্যাতির পেছনে রয়েছে কঠোর আইন ও সরকারের নজরদারি। যদি কেউ রাস্তায় সিগারেটের টুকরা, চুইংগাম বা খাবারের মোড়ক ফেলে, তাহলে তাকে দিতে হয় প্রথমবারে প্রায় ৩০০ ডলার জরিমানা। পুনঃরায় একই কাজ করলে শাস্তি আরও বাড়ে। জরিমানার পাশাপাশি অপরাধীকে জনসম্মুখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়। চুইংগাম পর্যন্ত সিঙ্গাপুরে সীমিতভাবে বিক্রি হয়, কারণ এর অবশিষ্টাংশ রাস্তার...