শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্মের নতুন প্ল্যাটফর্ম ‘হোম থিয়েটার’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্লাটফর্মটির। উদ্বোধনী দিনে এতে মুক্তি পায় শর্টফিল্ম “নারী, তুমি আওয়াজ তোলো।”জানা গেছে, “নারী, তুমি আওয়াজ তোলো”-তে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অসামাজিক আচরণ, খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরণের অসঙ্গতি, অবিচার ও বৈষম্যের বাস্তবতা। নারীর কণ্ঠস্বরকে আরও জোরালো করা এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তোলাই চলচ্চিত্রটির মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও খ্যাতনামা অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি, নাট্যকর্মী ও পরিচালক আজাদ আবুল কালাম, পরিচালক...