সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের ২৯টি জেলা। যার মধ্যে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ তথ্য জানিয়েছে সম্প্রীতি যাত্রা নামের একটি নাগরিক সংগঠন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘মসজিদ, মন্দির, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক এই আয়োজনে উপস্থিত ছিলেন ফেরদৌস আরা রুবি, মাহা মির্জা, জামসেদ আনোয়ার তপন, মীর হুজাইফা প্রমুখ। সংগঠনটি জানায়, গত ১০ বছরে (২০১৪-২০২৫) দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ, শোভাযাত্রার রুট এবং সংখ্যালঘুদের বাড়িঘরে যেসব হামলার ঘটনা ঘটেছে- সেগুলো বিশ্লেষণ করে মোট ২৯ জেলাকে ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫ জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেগুলো হলো- ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর। এছাড়া...