পিআর পদ্ধতি না হলে নির্বাচন বানচালের হুমকি দেওয়া শেখ হাসিনার ভাষা বলে মন্তব্য করেছেন বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, যারা দলীয় এজেন্ডাকে জনগণের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটি কেবল আত্মঘাতী চিন্তা। আজ শনিবার সকালে পল্টনে দলীয় এক পদযাত্রায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, বিক্ষোভ সমাবেশ দিয়ে রাজনৈতিক মতপার্থক্য দূর করা যাবে না। ছাত্রসংসদ নির্বাচনগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু দল একটি খণ্ড জয় করে গোটা দেশ জয় করে ফেলেছেন মনে করছে। দলীয় এজেন্ডা জনগণের মাঝে চাপিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। নির্বাচন সময়মতো না হলে দেশ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে।’ এই মুহূর্তে এতগুলো প্রশ্ন রেখে গণভোট করাকে সংকটের দিকে যাওয়া মনে করেন এই নেতা। তিনি বলেন, এমন পরিস্থিতিতে গণপরিষদের বিষয়টিও অপ্রাসঙ্গিক। সাইফুল হক বলেন,...