পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিন্টু ও হামজা দুই ভাই গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ বিষয়ে ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা...