দেশের সর্ব উত্তর উপজেলা তেঁতুলিয়ায় কুয়াশা নেমে এসেছে, যা প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বহন করছে। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ৮টার দিকে চারপাশ ধূসর সাদা আস্তরণে ঢাকা ছিল। এতে জনজীবনে শীতের আমেজ ফিরে এসেছে। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমেছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে। তেঁতুলিয়া সদর উপজেলার নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে এবার শীত অনেক আগে নামবে।” তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস আসতে শুরু করেছে। ফলে হঠাৎ ঘন...