পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি আবারও আলোচনায়। এবার তিনি সরাসরি আক্রমণ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানকে। দুজনের পুরনো দ্বন্দ্ব নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, যা ঘুরেফিরে আবারও আলোচনায় এনেছে ২০০৬ সালের ‘কুকুরের মাংস’ মন্তব্য। সম্প্রতি এক ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান বলেন, ২০০৬ সালে পাকিস্তান সফরে করাচি থেকে লাহোর যাওয়ার ফ্লাইটে আফ্রিদির সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। আফ্রিদি মজা করে তার মাথায় হাত রেখে চুল এলোমেলো করে দেন। তখন পাশে বসা আব্দুল রাজ্জাককে পাঠান জিজ্ঞেস করেন, ‘এখানে কী কী মাংস পাওয়া যায়?’ রাজ্জাক জানান, নানা প্রাণীর মাংস পাওয়া যায়। এরপর পাঠান মজা করে বলেন, ‘কুকুরের মাংস কি পাওয়া যায়?’ আর সঙ্গে যোগ করেন, ‘আফ্রিদি হয়তো কুকুরের মাংস খেয়েছে, তাই এত ঘেউ ঘেউ করছে। ’ আফ্রিদি অবশ্য শুরু...