এশিয়া কাপে অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে বৈঠকের ভিডিও তোলা নিয়ে আইসিসির রোষে পড়েছে পাকিস্তান দল। নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কোনও নিয়ম ভাঙেনি। প্রতিযোগিতার আয়োজক দলের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পাকিস্তান পাল্টা চিঠিতে জানিয়েছে, তাদের মিডিয়া ম্যানেজার দলেরই সদস্য। তাই ক্রিকেটার এবং ম্যাচ কর্মকর্তাদের এলাকায় প্রবেশাধিকার রয়েছে তারও। ফলে তার উপস্থিতিতে কোনো নিয়ম ভাঙা হয়নি।’ পিসিবি আরও বলেছে, যদি নিয়ম না মানা হয়ে থাকে তবে আইসিসির উচিত ম্যাচ রেফারির সঙ্গে কথা বলা এবং বিষয়টি দুর্নীতি বিরোধী কমিটির কাছে জানানো হয়েছে কি না তা খতিয়ে দেখা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ রেফারি পাকিস্তান দলের দুর্নীতি বিরোধী অফিসিয়ালকে বিষয়টি জানিয়েছেন। বুধবার পাকিস্তান-ওমান ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান...