সিলেট শহরের জিন্দাবাজারের রাজা ম্যানশন—যা আজ সিলেটের সবচেয়ে বড় বইয়ের হাট হিসেবে পরিচিত। ব্যবসায়ীরা একে সিলেটের নীলক্ষেত বলেই ডাকেন। শিশু শ্রেণি থেকে শুরু করে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি মেডিকেল পর্যন্ত সব ধরনের বই পাওয়া যায় এক ছাদের নিচে। সকাল থেকে রাত, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হওয়ার পর এই বাজারে ভিড় বাড়ে শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক শেষ করা ইসরাত জাহান লিজা জানালেন, সাশ্রয়ী দামে বই পাওয়ার কারণেই তিনি রাজা ম্যানশনের নিয়মিত ক্রেতা। ষষ্ঠ শ্রেণির কালভিও বাবার সঙ্গে এসেছে খাতা ও নিজের একটি বই কিনতে। সে জানালো, এখান থেকে কার্টুন বইও কেনা হয়। সুদূর হবিগঞ্জের নবীগঞ্জ থেকে এসেছেন এমসি কলেজের ছাত্র মো. শাহান বখত। তার ভাষ্যমতে, ‘আমাদের এলাকায় সব বই পাওয়া যায় না। এখানে এসে ভালো প্রিন্টের বই কম দামে পাওয়া যায়।’...