এশিয়া কাপে সুপার ফোরে প্রথম পরীক্ষাটাই বাংলাদেশের। সেটাও সেই শ্রীলঙ্কার বিপক্ষে, যাদের সহযোগিতায় সুপার ফোরে উঠেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা শুধু বাংলাদেশ নয়, গ্রুপের বাকি দুই দলের বিপক্ষেও জিতেছে। সব মিলিয়ে দুবাইয়ে ছন্দে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে আজ সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ওপেন করেছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পারভেজ হোসেনকে সেদিন একাদশে খেলায়নি বাংলাদেশ। সাইফের ‘খণ্ডকালীন’ স্পিন ও আফগান স্পিনারদের বিপক্ষে বাঁহাতি-ডান হাতি সমন্বয় রাখতেই পারভেজকে বসিয়ে সেদিন সাইফকে খেলানো হয়েছে। দলের এই সিদ্ধান্ত কাজেও লেগেছে। ৪০ বলে দুজনে গড়েন ৬৩ রানের জুটি। সাইফ খেলেন ২৮ বলে ৩০ রানের ইনিংস। শ্রীলঙ্কা ম্যাচেও ওপেনিংয়ে এই দুজনকে দেখা যেতে পারে। তিনে লিটন দাস, চারে তাওহিদ হৃদয়...