২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম দেশের অন্যতম আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী এবার সুন্নিয়তের বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছেন এবং সকলকে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বক্তব্যে তাহেরী বলেন, ও বাংলাদেশের ১২ হাজার খানকাহ‘র পীর-মাশায়েখ বৃন্দ, আপনারা সারা জীবন হযরত শহজালালের (হযরত শাহজালাল র.) হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহপরানের (হযরত শাহপরান র.) হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন শেরে বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাহতে থাকবেন? যারা আল্লাহর ওলীর মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আর বিচ্ছিন্ন থাকার সময় নাই। সব ঐক্যবদ্ধ হতে হবে। এরপর তিনি বলেন, ইনশা-আল্লাহ এই মাসের ২৭ তারিখ বাংলাদেশের ৬৪ টা জেলায় কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্রীয় লিডারদের মাধ্যমে জেলা ও উপজেলা গুলো...